Studio Ghibli Cartoon trending Photo for free

create Free ghibli images using ai

So, You want to Transform your photo into Japanese Ghibli Style Images

ChatGPT subscription থাকলে খুব সহজেই একটা ছবিকে স্টুডিও গিবলি আর্টে পরিনত করা যায়।

  • চ্যটজিপিটি ওপেন করে,

  • একটা ছবিকে আপলোড করে

দিয়ে শুধু বলতে হবে। – “Turn this image into Studio Ghibli Style”, কিংবা “এই ছবিটাকে গিবলি কার্টুন স্টাইলে বানিয়ে দাও” .


ব্যস কয়েক সেকেন্ডের মধ্যেই ছবি দিয়ে দিবে।

  • আর যদি চ্যটজিপিটির প্রিমিয়াম সাব না থাকে, তাহলে নিচের ওয়েবসাইটগুলোতে গিয়ে ফ্রি তে ট্রাই করে দেখতে পারো। এগুলোতেও ভালো রেজাল্ট পাবে।

Grok AI or X.com AI


এই ওয়েবসাইটগুলো দিয়ে নিজের ঘিবলি স্টাইলের ছবি ফ্রিতে বানাতে পারবে।

তবে, এর সাথে ভিডিও বানাতে হলে, অন্য একটা কাজ করতে হবে।

সেইগুলো সবি বলব, কিন্তু তার আগে আমার ChatGPT and AI Mastercourse by Sayed Johon এর ব্যপারে কিছু শুনেছো?

এর সাথে আমার বানানো এ.আই. চ্যটবটের সাথে একটু কথা ও বলে দেখতে পারো, যেইটা কিভাবে বানাতে হয়, কোর্সে দেখিয়েছি। কোন কোডিং নলেজ এর প্রয়োজন নেই।

এই মূহুর্তে বিশাল একটা অফার চলছে। “JUNO4K” coupon code ব্যবহার করলে, ৪ হাজার টাকা ডিসকাউন্ট। অফার অল্প সময়ের জন্য বেশি দেরি করোনা।

কোর্সের ডিরেক্ট লিঙ্কঃ

এইটা হল আমার কোর্স রিলেটেড চ্যট করার চ্যটবটঃ PeeAI – ChatBOT assistant
আরো বেশি আইডিয়া দিয়ে ইউটিউবের বড় ভিডিওঃ I cloned 1.2 Million Dollars SAAS Business Using AI
গিবলি ছবি থেকে ভিডিও বানানোর ওয়েবসাইটঃ Hedra

So now, if you want to transform your Ghibli cartoon photo to to a moving talking video, এখানে গিয়ে তোমার রেকোর্ড করা অডিও আর Generated Ghibli photo আপলোড করে সেন্ড করে দিতে হবে। চাইলে Input box এ কিভাবে হাত নাড়াবে, কিভাবে মুখ নড়াবে, এইগুলো উল্লেখ করে দিতে পারো। তবে কিছু না লিখে ফাকা রেখে দিলেও অডিও ফাইল অনুযায়ী অটমেটিক মুভমেন্ট করে নিবে।

so, hope you have learned, How to create Ghibli style AI generated images for free.
উপকৃত হলে একটা কমেন্ট করে যেও,

আর আমার ইউটিউব চ্যনেলে চোখ রাখলে এরকম আরো প্রচুর AI Related Stuff এর নিউজ এবং ব্যবহার কিভাবে করে, জানতে পারবে।

4 Comments.

  1. অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমি এমনটাই চাচ্ছিলাম।

    সবাই যেখানে শুধু ছবি তৈরি করা নিয়ে পড়ে আছে, আমি সেখানে ভিডিও জেনারেট করার চিন্তা করছিলাম।
    আমি চাইছিলাম কিভাবে একটা কার্টুন ভিডিওর পুরো ইপিসোড বানানো যায়। আশা করি আপনার সাপোর্ট পেলে অবশ্যই পারবো ইনশা আল্লহ।

    আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

  2. Love you sayed Johon Bhai 🫶😘
    আপনার 1-30.4k Subscribers পর্যন্ত আমি আপনার সব ভিডিও দেখেছি, ভিডিও দেখে উপকারে আসছে তাই LOVE YOU SAYED JOHON BHAI 🫶😘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *