গুগলের VEO 3 এর নতুন আপডেটের সাথে ছবি আপলোড করে সেই ছবি দিয়ে কথা বলানো যাচ্ছে। আসল কন্টেন্ট ক্রিয়েটরদের এখন আসলেই চিন্তা হওয়া শুরু হয়েছে। এইরকম কোয়ালিটির ভিডিও যদি ছবি আর প্রম্পট লিখে তৈরী করা যায়… আমি আসলে মাথার মধ্যেই নিতে পারছিনা।
এই ভিডিওতেঃ Google VEO 3 NEW UPDATE Changed EVERYTHING গুগলের এই নতুন আপডেট নিয়ে বিস্তারিত আলোচোনা করেছি। এবং দুইটা টেকনিক ব্যবহার করে কিভাবে প্রতিবার একি মডেল কিংবা Character এর কথা বলা ভিডিও তৈরী করা যায় তা দেখিয়েছি।
প্রথম টেকনিকটা এমন, যেখানে, শুধুমাত্র Google Veo 3 না, বরং যে কোন ভিডিও জেনারেটর এর সাহায্যেই প্রতিবার তুলনামূলক অনেকটাই একই চেহারার মানুষের ভিডিও তৈরী করতে পারবে।
ভিডিওতে দেখানো প্রম্পট গুলো এখানে পেয়ে যাবেঃ
ChatGPT and AI Master Course
Discover more from PeeAI.com - Learn AI in Bangla
Subscribe to get the latest posts sent to your email.