The Gemini CLI is an open-source AI agent that brings the power of Google’s Gemini models directly into your terminal. It’s designed to assist developers and tech enthusiasts with a wide range of tasks using natural language prompts.
Gemini CLI কিভাবে তোমার কম্পিউটারে ইন্সটল করবে, এই আর্টিকেল পড়ে সবকিছু বুঝে যাবে। এছাড়া এই পোষ্টের Dedicated Video “Google changed the way you Interact with your computer – Gemini CLI” দেখলে আরো ভালোভাবে বুঝে যাবে।
ভিডিওতে দেখানো কিছু লিঙ্কঃ
👉 Gemini CLI Blog Post from Google
ইন্সটল করার জন্য সর্বপ্রথম নোড.জে এস ইন্সটল করতে হবে।
👉 Download and Install Node.js First
👉 Node.js ডাউনলোড হয়ে গেলে প্রয়োজনে কম্পিউটারটাকে একটা RESTART দিয়ে দিও।
👉 Restart এর পর Terminal এ গিয়ে ( Windows Menu তে গিয়ে টাইপ করো: CMD ; Command Prompt )। এরপর টাইপ করোঃ “node -v” (মধ্যে একটা স্পেস আছে!)
এখানে এসে যদি কোন একটা ভার্সন দেখায়, তাহলে বুঝবে Node.js ইন্সটল সম্পন্ন হয়েছে। কোন ঝামেলা হলে, How to install Node.js – লিখে Youtube/ Blog post ঘাটা-ঘাটি করো।
👉 এরপর Gemini CLI Github Page – এই পেজে গিয়ে, নিচের দিকে স্ক্রোল করে, নিচে ছবিতে দেয়া command line টুকু কপি করে, আবার সেই Terminal, কিংবা আবার নতুন একটা CMD – Terminal খুলে সেখানে গিয়ে Paste করে দাও। (Terminal এর উপর মাউস দিয়ে রাইট ক্লিক করলেও Paste হয়ে যায়।

👉 কিছুখন সময় নেবার – কালার সিলেক্ট করতে বলবে। কিবোর্ড Arrow দিয়ে উপর নিচ করে কালার সিলেক্ট করে, তার পরের পেজে লগিন করতে বলবে।
👉 আনলিমিটেড ফ্রি এর জন্যঃ Login with google সিলেক্ট করতে হবে। ( যে Chrome Browser লাস্ট ওপেন করা থাকবে, সেই ব্রাউজারে লগিন এর জন্য রিডেরিক্ট করে দিবে। সেখান থেকে Next – Next – Next করতে করতে গেলে শেষে বলবে, লগিন সাকসেসফুল হইছে, Terminal এ ফেরত যাও।
👉 এবার টার্মিনালে Back আসলে, Prompt লেখার যায়গা দেখতে পারবে। সেখানে প্রম্পট লিখে Enter করে দিলে Gemini Cli – Google সার্ভার থেকে প্রোসেস করে এনে, তোমাকে আউটোপুট দিবে।
👉 এরপর থেকে যে কোন সময় Terminal ওপেন করে, “gemini” ( quote চিহ্ন বাদে ) টাইপ করে , Enter দিয়ে দিলে আবার নতুন Gemini CLI ব্যবহার করতে পারবে।
👉 এইগুলো কিছু ডিফল্ট কমান্ডঃ ( “/help” – হেল্প সহ অন্য কমান্ড দেখার জন্য ), ( “/clear” কনভার্সেশন clear করে নতুন করে শুরুর জন্য ) (“/quit” এই Sesson শেষ করে দেবার জন্য )
BTW, ফ্রী “Login with Google” দিয়ে চালালে, তুমি যে কি বানাইতেছো, কি করছো, এই সব ডাটা গুগোল তার পরবর্তি AI Training, কিংবা ইচ্ছামত যে কোন কাজে ব্যবহার করতে পারে।
একটা পর্যায়ে Gemini CLI এর সাথে MCP লাগাতে ইচ্ছা হলে: This PC> Local Disk (C:)> Users > Your PC Name Folder> .gemini – এই ফোল্ডারে গিয়ে settings.json ফাইল টা মডিফাই করতে হবে।
MCP নিয়ে ডেডিকেটেড ভিডিও টা এখানে এবং সেই ভিডিওর ব্লগ পোষ্ট এখানে পাবে। MCP এর সাথে ব্যবহার করে আরো মজা পাবে।
ফেসবুকের Chrome Extention সহ, ফেসবুকের যে কোন ASSET প্রয়োজন হলে, টেলিগ্রামে: @WonoBee এর সাথে যোগাযোগ করতে পারো। (Ads Manager, No limit BM, Methods and Everything
ChatGPT and AI Mastercourse by Sayed Johon:
ChatGPT and AI Master Course
সম্পূর্ণ ভিডিওঃ
Google changed the way you Interact with your computer – Gemini CLI
Discover more from PeeAI.com - Learn AI in Bangla
Subscribe to get the latest posts sent to your email.